time
Welcome to Our Website!

বরফেই যেখানে আটকাননি, নিজ মাঠে তো আরও দুর্দান্ত মেসি

 বরফেই যেখানে আটকাননি, নিজ মাঠে তো আরও দুর্দান্ত মেসি

দুনিয়াজুড়ে বাঘা বাঘা সব ডিফেন্ডারের কত রাতের ঘুম যে হারাম করেছেন লিওনেল মেসি, সেটা হয়তো তিনি নিজেও জানেন না। তা আর্জেন্টাইন মহাতারকার ভয় কীসে? ২০২১ সালে টিএনটি স্পোর্টসকে লুইস সুয়ারেস জানিয়েছিলেন, ঠান্ডায় ভয় আছে মেসির। সেই মেসিকেই কিনা গত বৃহস্পতিবার খেলতে হয়েছিল মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, যা ম্যাচের সময় আরও কমে গিয়েছিল!অবশ্য বরফ শীতল তাপমাত্রাও সেদিন ঠেকাতে পারেনি মেসিকে। আর্জেন্টাইন কিংবদন্তির দারুণ এক গোলে যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্যে কানসাসের ক্লাব স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছিল ইন্টার মায়ামি। সেটা ছিল কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের প্রথম লেগ।ঘরের মাঠে এমন বৈরী আবহাওয়াতেও মেসিকে যারা ঠেকাতে পারেনি, সে দলটা যে ফিরতি লেগে আজ ১৮ ডিগ্রি তাপমাত্রায় মেসির মায়ামির কাছে পাত্তা পাবে না, সেটা অনুমিতই ছিল। ফিরতি লেগে যা হওয়ার, সেটাই হয়েছে। আজ ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে কানসাস সিটিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। তাতে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানের জয়ে প্রতিযোগিতার পরের রাউন্ডে উঠেছে মায়ামি।প্রথম লেগের মতো আজও একটি গোল করেছেন মেসি। মায়ামির হয়ে অন্য দুটি গোল করেছেন তাদেও আলেন্দে ও লুইস সুয়ারেস। আর কানসাস সিটির হয়ে গোল ফেরত দিয়েছেন মেমো রদ্রিগেস।



ম্যাচের প্রথম গোলটা এসেছে মেসির পা থেকে। ১৯তম মিনিটের শুরুতে মধ্যমাঠ থেকে বাঁ প্রান্তের দিকে থাকা সুয়ারেসের উদ্দেশ্যে বল বাড়ান আর্জেন্টাইন অধিনায়ক। সুয়ারেস বল নিয়ে কিছুটা এগিয়ে বক্সের বাঁপাশের লাইন থেকে ক্রস করেন। ততক্ষণে মেসি দৌড়ে বক্সের ঠিক মাথায় এসেছেন। সুয়ারেসের ক্রস বুক দিয়ে নামিয়ে বাঁপায়ে দারুণ এক ভলিতে কানসাসের জালে বল জড়ান মেসি। সাবেক বার্সা কিংবদন্তির বুলেট গতির শট ঠেকানোর সাধ্য ছিল না কানসাস গোলকিপার জন পুলসক্যাম্পের।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post