time
Welcome to Our Website!

যে কারনে কামড়ে ছিড়ে নেওয়া হলো যুবকের কান

 যে কারনে কামড়ে ছিড়ে নেওয়া হলো যুবকের কান

ফরিদপুরের আলফাডাঙ্গায় অটোভ্যানের হর্ন বাজানোকে কেন্দ্র করে দুদফা সংঘর্ষে ২ যুবক আহত হয়েছেন। এ সময় এক যুবকের কান কামড়ে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গোপালপুর ইউনিয়ন বোর্ড অফিসের সামনে প্রথম দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। 


বুধবার (১২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ।


প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গোপালপুর ইউনিয়নের চর কুচিয়াগ্রামের সাঈদ ফকিরের ছেলে মোহাম্মাদ ফকিরসহ (২৪) তার তিন ভাই জন্মনিবন্ধন করার জন্য অটোভ্যানে গোপালপুর বোর্ড অফিসের সামনে যান। এসময় একই ইউনিয়নের কামারগ্রামের হানিফ রেজার ছেলে আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষার্থী রিফাত হোসেনসহ (২৬) সহপাঠীরা সেখানে দাঁড়িয়ে ছিলেন। মোহাম্মাদের অটোভ্যানের হর্ন দেওয়া নিয়ে চালকের সঙ্গে রিফাতদের বাকবিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রিফাত হোসেন ও মোহাম্মাদ ফকিরের মাঝে সংঘর্ষ বাধে। এ সময় মোহম্মাদ ফকির রিফাত হোসেনের বাম পাশের কান কামড়ে ছিঁড়ে ফেলেন। আহত অবস্থায় রিফাতকে সহপাঠীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন। 

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post