time
Welcome to Our Website!

নারায়ে তাকবির’ বলে জামায়াতকে সমর্থন দিলেন এক সনাতনী স্কুল শিক্ষক

 নারায়ে তাকবির’ বলে জামায়াতকে সমর্থন দিলেন এক সনাতনী স্কুল শিক্ষক

জামাত ইসলামের একটি সমাবেশে এক সনাতন স্কুল শিক্ষক নারায়ে তাকবীর বলে জামাত ইসলামকে সমর্থন জানিয়েছেন। বক্তব্যে এই সনাতন স্কুল শিক্ষক বলেন, জামাতের এবং শিবিরের নেতাকর্মীরা আমাদের পূজা মন্ডপ পাহারা দিয়েছেন। আমি তাদের কোন কার্যক্রমের মধ্যে খারাপ কিছু দেখিনি। সমস্ত বাংলাদেশের জামাত ইসলামের নেতাকর্মীদের আচরণ এমনই। আমি এদের সাথে দীর্ঘদিন সময় দিয়েছি।


এছাড়াও তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের আহ্বান করেন যে, আপনারা বাংলাদেশ জামায়াতে ইসলামকে সমর্থন করুন। আপনারা নিশ্চিত থাকুন এরা বৈষম্য দূরকরণে সব কাজ করবে, বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না। আপনারা আসুন, জামায়াতে ইসলামের হাতে হাত রাখুন, তাহলেই বুঝতে পারবেন সেখানে কি আছে।

আপনার মতামত লিখুনঃ
Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post