time
Welcome to Our Website!

ইসলামী আন্দোলনে যোগ দিলেন আ.লীগ নেতা

 ইসলামী আন্দোলনে যোগ দিলেন আ.লীগ নেতা

বরগুনার আমতলীতে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন আলহাজ মো. নুরুল ইসলাম মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা।‌


তিনি বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গুলিশাখালী ইউনিয়ন আ.লীগের সভাপতি এবং গুলিশাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।


মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক গাজী মো. বায়েজিদ বিষয়টি নিশ্চিত করেজানা যায়, আমতলী উপজেলা মুজাহিদ কমিটির আয়োজিত আমতলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রোববার (০৯ ফেব্রুয়ারি) রাতে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে হাত রেখে আলহাজ অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম মিয়া আওয়ামী লীগ ত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।


আরও পড়ুনঃ দেশের নেতৃত্ব জামায়াত আমিরকে দিলে দেশ রোল মডেলে পরিণত হবে: উসামা

যেসব আসন থেকে নির্বাচন করতে পারেন হাসনাত-সারজিসসহ অন্যরা


আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি গাজী মো. বায়েজিদ বলেন, ‘আলহাজ মো. নুরুল ইসলাম মিয়া পীর সাহেব হুজুরের হাতে হাত রেখে তার বায়াত গ্রহণ করে ইসলামী আন্দোলনে যোগদান করেছেন।’


এ বিষয়ে মো. নুরুল ইসলাম মিয়া ইসলামী আন্দোলনে যোগদানের বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমি আওয়ামী লীগ ত্যাগ করে ইসলামী আন্দোলনে যোগদান করেছি।


আপনার মতামত লিখুনঃছেন।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post