time
Welcome to Our Website!

৪৭ থেকে ৫২, ৭১ থেকে ২৪ একই সূত্রে গাঁথা বলে কিসের ইঙ্গিত দিলেন : সারজিস আলম

 ৪৭ থেকে ৫২, ৭১ থেকে ২৪ একই সূত্রে গাঁথা বলে কিসের ইঙ্গিত দিলেন : সারজিস আলম

তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়বে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।


মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।



সারজিস আলম বলেন, ‘আমরা বিশ্বাস করি ৪৭ থেকে ৫২, ৭১ থেকে ২৪ একই সূত্রে গাঁথা। এ বাংলাদেশের ২৪ এর স্পিরিটকে ধারণ করে ৫২ ও ৭১ দ্বারা উজ্জীবিত হয়ে তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়বে।


আরও পড়ুনঃ শিশুকে ধর্ষণের পর হত্যার বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন র‍্যাব কর্মকর্তা

তিনি বলেন, ‘এটাই হচ্ছে আজকে আমাদের শপথ। জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবসে আমরা পুষ্পস্তবক অর্পণ তিনি আরো বলেন, ‘আমরা মনে করি ১৯৫২ সালে আমাদের পূর্বসূরীরা রাজপথে ভাষার দাবিতে নেমেছিল। তাদের খুব বাধা দেওয়া হয়েছিল, প্রতিরোধ করা হয়েছিল।


১৪৪ ধারা জারি করা হয়েছিল। যৌক্তিক দাবিতে লড়াই করা যখন আমাদের রক্তে তখন জীবন দিয়ে আমরা আমাদের ভাষার দাবি আদায় করে নিয়েছি। একইভাবে ২০২৪ সালে বাংলাদেশের ছাত্র জনতা যোগ করা রাজপথে নেমেছে, তখন আবারও আমাদের বাধা দেওয়া হয়েছে।’

সারজিস বলেন, ‘আমাদের প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে।


আরও পড়ুনঃ ইলিশ আগে পাবে দেশের মানুষ, পরে রপ্তানি: উপদেষ্টা

যৌক্তিক দাবিতে আমাদের গর্বিত উত্তরসূরীদের মতো আমরা আবারও রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা স্বৈরাচারকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি। খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় করে নিয়েছি।


আপনার মতামত লিখুনঃকরেছি।’

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post