time
Welcome to Our Website!

কেন মশা ধরে দিলেই অর্থ পুরস্কারের ঘোষণা

 কেন মশা ধরে দিলেই অর্থ পুরস্কারের ঘোষণা

মশা ধরে দিলে নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে ফিলিপাইনের জনবহুল অঞ্চল মেট্রো ম্যানিলার একটি পৌরসভা কর্তৃপক্ষ। মৃত অথবা জীবিত উভয় মশা ধরে জমা দিলেই দেওয়া হবে অর্থ।ডেঙ্গুর ভয়াবহতা প্রতিরোধে বুধবার (১৯ ফেব্রুয়ারি) এমন ঘোষণা দেয় অ্যাডিশনাল হিলস পৌরসভা কর্তৃপক্ষ। ওই পৌরসভার প্রধান কার্লিতো কার্নাল বলেছেন, পাঁচটি মশা জমা দিলে এক পেসো (২ টাকা) দেওয়া হবে। তিনি জানিয়েছেন, তার এলাকায় ডেঙ্গুতে দুজন ছাত্রের মৃত্যুর পর তারা এমন উদ্যোগ নিয়েছেন।তিনি বলেছেন, রাস্তাঘাঁট পরিস্কার রাখা, পানি জমতে না দেওয়ার যেসব কার্যক্রম তাদের রয়েছে, সেগুলোর সঙ্গে যুক্ত হয়েছে নতুন কার্যক্রমটি।


জীবিত ও মৃত মশার পাশাপাশি লার্ভা জমা দিলেও মিলবে নগদ অর্থ। যেসব জীবিত মশা সংগ্রহ করা হবে সেগুলো অতি বেগুনি রশ্মি ব্যবহার করে নির্মূল করা হবেতবে এমন ‘অদ্ভুদ’ ঘোষণাটি বেশ সমালোচনার মুখে পড়েছে। সামাজিক মাধ্যমে একজন মজা করে লিখেছেন, “সেখানে এখন ইচ্ছাকরে মশার চাষ করা হবে। যেগুলো পরে বিক্রি করা হবে।” আরেকজন লিখেছেন, “যদি একটি পাখা থাকে তাহলে কী ওই মশা নেওয়া হবে না?”তবে ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগ সংবাদমাধ্যম বিবিসিকে বলেছে, স্থানীয় সরকার ডেঙ্গু প্রতিরোধে যে উদ্যোগ নিয়েছে সেটিকে তারা স্বাগত জানায়।পৌরসভা প্রধান কার্নাল বলেছেন, তিনি জানেন তার এ ঘোষণা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল করা হচ্ছে। কিন্তু তাদের এলাকাকে ডেঙ্গুর ভয়াবহতা থেকে বাঁচাতে তারা সব ধরনের উদ্যোগই নিচ্ছেন।



অ্যাডিশনাল হিলস নামের ওই শহুরে এলাকাটিতে ৭০ হাজার মানুষ বাস করেন। সাম্প্রতিক সময়ে সেখান ৪৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। মৌসুমী ও অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে ফিলিপাইনে বেড়েছে ডেঙ্গুর ভয়াবহতা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশটিতে শত শত মানুষের মৃত্যু হয়েছে।।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post