time
Welcome to Our Website!

এক ঘণ্টা লাঠিচার্জেও দমানো যায়নি, এবার কাঁ*দানে গ্যা*স

 এক ঘণ্টা লাঠিচার্জেও দমানো যায়নি, এবার কাঁ*দানে গ্যা*স

এক ঘণ্টারও বেশি সময় ধরে লাঠিচার্জ, জলকামান এবং বলপ্রয়োগ করেও শাহবাগে আন্দোলনকারীদের দমাতে পারেনি পুলিশ। সবশেষ বাধ্য হয়ে এবার কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৫৮ মিনিটের দিকে পরপর বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছোঁড়া হয়েছে।


আরও পড়ুন


শাহবাগে পুলিশের লাঠিচার্জ, তবুও সরছেন না আন্দোলনকারীরা

শাহবাগে পুলিশের লাঠিচার্জ-সাউন্ড গ্রেনেড, আন্দোলনকারীরা ছত্রভঙ্গ

আশ্বাসে ১০ দিন আন্দোলন স্থগিত করলেন ক্ষতিগ্রস্ত প্রবাসীরা

বিজ্ঞাপন


আরও পড়ুনঃ বইমেলায় আবু সাঈদের আইকনিক অঙ্গভঙ্গির ফটোবুথ: ইন*কিলাব মঞ্চের ব্যতি*ক্রমী আয়োজন

এ সময় আন্দোলনকারীদের ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘পুলিশের হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, যাবে না’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।


বিজ্ঞাপন


সরেজমিনে দেখা যায়, কাঁদানে গ্যাসের ধোঁয়া উপেক্ষা করেই আন্দোলনকারীরা রাস্তায় বসে রয়েছেন। পরে পুলিশ সদস্যরা লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।


এর আগে দুপুর দেড়টার দিকে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post