খাটের পাশে তিনজন ধ*র্ষ*ণ করলো আছিয়ার বোনের ঘুম ভাংল না কেন?

 খাটের পাশে তিনজন ধ*র্ষ*ণ করলো আছিয়ার বোনের ঘুম ভাংল না কেন?


সন্দেহের তীর আছিয়ার বোনের দিকে, অনেকের মনেই প্রশ্ন উকি দিচ্ছে খাটের পাশে তিনজন ধর্ষণ করলো আছিয়ার বোনের ঘুম ভাংল না কেন?


Md. Mubbashir Uddin নামে একজন ফেসবুক ব্যাবহারকারী মন্তব্য করেছেন “শুনতে খারাপ শোনা গেলেও বলি।শিশু আছিয়ার উপর যৌ*— নির্যা**-*-*-তনের জন্য আমি ওই দুইটা পুরুষ থেকে বেশী সন্দেহ করছি আছিয়ার বড় বোনকে। একটা শিশুর উপর রাতে এসব চলছে, অথচ বড় বোনের পাশেই সে ঘুমিয়েছে, এটা নাকি বড় বোন টের পায় নাই। রাতের আড়াইটা বাজে দেখে ছোট বোন মেঝেতে পড়ে আছে।


একটা মানুষের চারিত্রিক দোষ থাকতেই পারে।তবে বাবা ছেলে মিলে একটা শি’শুর উপর একই সময় যৌ**- নিপিড়ন করছে একে অপরের সহযোগিতায়। এটা বিশ্বাস করতে বেগ পেতে হচ্ছে। আছিয়া কি কোনো Statement দিয়েছে? কোথাও কিন্ত কিছু একটা ঘটকা আছে।


দেইখেন এই ঘটনা মোড় নিবে হয়তো কারন তার বলা প্রত্যেকটা কথার মধ্যে কেমন জানি সন্দেহ মনে হচ্ছে, একটা কথাও সে স্বাভাবিক ভাবে সঠিক ভাবে বলতে পারছেনা। তোতলানো ভাব আছে কথার মধ্যে।


আপনাদের কি মনে হয় একটু জানিয়ে জান নাকি শুধু আমারই এমন মনে হচ্ছে?”


তদন্ত হলেই আসল ঘটনা জানবে সবাই। আপনাদের মতামত জানাতে ভুলবেন না।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

ইনজেকশন পুশের ৫ মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিনয়

ব্রেকিং নিউজ: দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জাতিসংঘের টিম বৈঠক, দেশে ফেরার আশ্বাস

মৃ’ত্যু’র আগে চারটি কথা বলে গেছে আছিয়া, সত্যের পর্দা ফাঁস