time
Welcome to Our Website!

ওবায়দুল কাদেরের মৃত্যু নিয়ে ভুয়া ফটোকার্ড প্রচার

 ওবায়দুল কাদেরের মৃত্যু নিয়ে ভুয়া ফটোকার্ড প্রচার

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে সম্প্রতি মূলধারার ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা, বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল২৪, জাতীয় দৈনিক জনকণ্ঠের ডিজাইন সম্বলিত মোট ৩টি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার জানিয়েছে, এসব গণমাধ্যম এসব ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে।রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ফটোকার্ডগুলোতে উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক একাধিক কি-ওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি।কলকাতার একটি হাসপাতালে মারা গেছেন আ. লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের’ শীর্ষক শিরোনামে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে চ্যানেল২৪ এর লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ এর কথা উল্লেখ করা হয়েছে। ওই তথ্যের সূত্র ধরে চ্যানেল২৪ এর ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, গণমাধ্যমটির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। সেই পোস্টে আলোচিত ফটোকার্ডটি চ্যানেল২৪ প্রকাশ করেনি বলে নিশ্চিত করা হয়। ওই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।


“চলে গেলেন ওবায়দুল কাদের” কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি’ শীর্ষক শিরোনামে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে জনকণ্ঠের লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ এর কথা উল্লেখ করা হয়েছে।


 তথ্যের সূত্র ধরে জনকণ্ঠের ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, গণমাধ্যমটির ওয়েবসাইটেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post