time
Welcome to Our Website!

ভুলে কিছু খেয়ে ফেললে রোজা ভেঙে যাবে কি?

 ভুলে কিছু খেয়ে ফেললে রোজা ভেঙে যাবে কি?

ইসলামের পাঁচটি স্তম্ভের একটি রোজা রাখা। প্রত্যেক সাবালক ও সুস্থ মুসলিম নর-নারীর ওপর রমজানের রোজা ফরজ করেছেন মহান আল্লাহ তায়ালা।


ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা, তোমাদের ওপর রোজাকে ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। যেন তোমরা আল্লাহভীরু হতে পারোরোজা এলে অনেকেই ভুলবশত পানাহার করে ফেলেন। ভুলবশত পানাহার করে ফেললে রোজা ভেঙে যায় কিনা তা নিয়ে চিন্তায় ভোগেন অনেকেই। তবে, ভুল করে কোনো কিছু খেয়ে ফেললে রোজা ভঙ্গ হবে না। [বুখারি শরিফ ১/২৫৯]।মূলত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তিনটি বিষয় থেকে বিরত থাকাই রোজা। ক. স্ত্রী সম্ভোগ, খ. খাবার গ্রহণ, গ. পানীয় গ্রহণ। কেউ স্ত্রী সম্ভোগ ও পানাহারে লিপ্ত হলে তার রোজা ভেঙে যাবে। তা ছাড়া নারীদের ঋতুস্রাবের কারণেও রোজা ভেঙে যায়।।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post