time
Welcome to Our Website!

নিবিড় পরিচর্যায় আছেন পিনাকী ভট্টাচার্য শরীরে লাগানো হয়েছে ইনফিউশন পাম্প

 নিবিড় পরিচর্যায় আছেন পিনাকী ভট্টাচার্য শরীরে লাগানো হয়েছে ইনফিউশন পাম্প

ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি লেখক, চিকিৎসক, এবং অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য এখন নিবিড় পরিচর্যায় আছেন। শরীরে লাগানো হয়েছে ইনফিউশন পাম্প। গত শুক্রবার একটি সার্জারি হয়েছে তার।


গতকাল রোববার বাসায় ফিরেছেন পিনাকী ভট্টাচার্য। ফেসবুকে পেজে এক পোস্টে নিজেই জানিয়েছেন এ কথা।আমার বিগ প্লেটলেট সিন্ড্রোম আছে। তাই রক্ত জমাট বাধার ক্ষমতা কম। রক্তপাত বন্ধ হতে চায় না। অনেকটা ডেঙ্গি রোগীর মতো, আমার প্লেটলেট কাউন্ট কম। গায়ে অল্পেই কালশিটে পড়ে। এটা একটা জিনেটিক সমস্যা। সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নাই। সার্জারির সময়ে ভয় থাকে যদি রক্তপাত বন্ধ না হয়। ছোটবেলায় নাক দিয়ে রক্ত পড়তো প্রচুর। এখনো সার্জারি হলে রক্তপাত বন্ধ করাটা চ্যালেঞ্জ। এইজন্যই নিবিড় পরিচর্যার দরকার হচ্ছে। সার্জারির ক্ষততে ড্রেইন লাগানো আছে যেন রক্ত ভিতরে না জমে।


আরও পড়ুনঃ ‘জীবনযুদ্ধে আমি পরাজিত’ স্ট্যাটাস দিয়ে জীবন দিলেন শিক্ষক

এতে সুবিধাও আছে। আপনাদের অনেকের রক্ত পাতলা করার জন্য হার্ট অ্যাটাক বা স্ট্রোক প্রতিরোধ করার জন্য এন্টি প্লেটলেট খেতে হয়। আমার ওই ওষুধ খেতে হবে না হয়তো কখনো। কারণ আমার প্লেটলেটই পাতলা। খোদার দুনিয়ায় কেউ বঞ্চিত হয় না। আমাদের অঞ্চলে সিকেল সেল এনিমিয়া বেশি হয়। আফ্রিকাতে হয়, ব্রাজিলে হয়। সেইখানেই হয় যেইখানে ম্যালেরিয়া বেশি। যখন ম্যালেরিয়ার ওষুধ আবিষ্কার হয়নি তখন এই রোগটাই ছিলো ম্যালেরিয়ার বিরুদ্ধে সুরক্ষা। সিকেল সেল এনিমিয়ার রোগীদের শরীরে ম্যালেরিয়া পরজীবী বাঁচতে পারেআমি ২৮ মার্চ পর্যন্ত বাসায় থাকবো। অফিসে যাচ্ছি না। ভিডিও হয়তো কাল থেকে দিতে পারবো। ২৮ তারিখে ডাক্তার সিদ্ধান্ত নেবেন আমার বাসায় থাকার সময়টা আরও দীর্ঘ করবেন কিনা। আমার ক্ষত শুকানোর উপরে সেটা নির্ভর করবে।


যার জন্য সার্জারি আমার সেই সর্বক্ষণের যন্ত্রণা থেকে যে মুক্তি পেতে যাচ্ছি তা বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। তাই, সব মিলিয়ে আমি ভালো আছি। আপনারাও ভালো থাকুন।’


আপনার মতামত লিখুনঃ না।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post