time
Welcome to Our Website!

পুরুষ বিয়ের পরে তার অর্ধাঙ্গিনীর কিছু তুচ্ছ বিষয়ের প্রেমে পড়ে যায়। যেমন─

 পুরুষ বিয়ের পরে তার অর্ধাঙ্গিনীর কিছু তুচ্ছ বিষয়ের প্রেমে পড়ে যায়। যেমন─

পুরুষ বিয়ের পরে তার অর্ধাঙ্গিনীর কিছু তুচ্ছ বিষয়ের প্রেমে পড়ে যায়। যেমন─




০১. দৃষ্টিঃ


পুরুষ বাড়ি ফিরলে, তার দিকে সঙ্গিনীর তাকানোটা, পুরুষের কাছে ভীষণ সুখকর প্রাপ্তি। যতোই ব্যস্ত থাকুন ,এটুকু তাকান মুচকি হেসে.. একটু ঘাড় ফিরিয়ে তাকালে চুলার রান্না পুড়ে যাবে না, একটু চোখ তুলে তাকালে ফোনের মুভিটা চিরতরে মিস হয়ে যাবে না। আপনার এমন অপরূপ চোখ দুটির গাঢ় দৃষ্টির অপার্থিব সুখ তাকে দিন!বাহিরের সকল কষ্ট, গ্লানি, ক্লান্তি নিমিষেই দূর করে আপনিই তার মনটা প্রশান্ত করতে পারবেন। 


 


০২. ধন্যবাদঃ


স্বামী স্ত্রীর প্রতি স্বাভাবিক দায়িত্বগুলোই পালন করে,তবুও,তার কাজটুকুকে ধন্যবাদ দিলে,তিনি অকল্পনীয় সুখ পান। একটি ফুল উপহার পেলে ধন্যবাদটুকু দিন..এই ধন্যবাদ তাকে বুঝিয়ে দেয় তার প্রেমটুকু মূল্যহীন নয়। সবসময় শব্দ দিয়ে ধন্যবাদ দিতে হয় না, মিষ্টি হাসির আভাতেই নিঃশব্দে জানিয়ে দিন─ 'থাঙ্কু।'




০৩. মানসিক আশ্রয়ঃ


পুরুষ স্ত্রীর কাছে আমৃত্যু একটি জিনিসই চায়─ মায়ের মতো আশ্রয়। তাকে অনুপ্রেরণা দিন,,,পজিটিভ আচরণের মাধ্যমে। আপনি তার স্বস্তি হোন। নিজের চাওয়া-পাওয়া নিয়ে বলতে থাকবেন না, তাকে বলেন ~ "এ মাসে আপনি একটি শার্ট কিনবেন।" এবং আমিই কিনে দিবো। এটি তার কাছে উপহার নয়, তার চেয়েও বেশিকিছু─ প্রেমময় আশ্রয়। আপনার স্বামী কি বৈধতম ভালোবাসার সাথে এটুকু যত্ন ও গুরুত্ব পাওয়ার যোগ্যতা রাখে না আপনার কাছ থেকে?




০৪. বন্ধুতাঃ 


আপনি নিজেকে স্বামীর পুরস্কার ভাববেন না।এই ভুলটি প্রায়ই করে নারীরা। মারাত্মক ভুল এটি! নারী ভেবে বসে থাকে─ 'আমি রূপবতী, আমি দেহসৌষ্ঠবে অতুলনীয়া, অতএব সে যে আমাকে পেয়েছে, এটাই বিশাল সৌভাগ্য তার।' না, সে আপনাকে পেয়েছে তার এতোটা যোগ্যতা আছে বলেই। আপনি তার তাকদিরে আছেন। নারীর ওই আচরণে পুরুষ মানসিকভাবে তীব্রভাবে আহত হয়। আপনি নিজেকে আপনার পুরুষের 'ট্রফি' ভাববেন না। একটি সুখী দাম্পত্যের পূর্বশর্ত হলো─ বন্ধুতা। বন্ধুতা তুচ্ছাতিতুচ্ছ আচরণেও প্রকাশ পায়: তার চুলে হাত রাখে তাকে মিষ্টি কটাক্ষে বলুন─ "আজকের চা আমি বানাবো না,,আপনি আমার জন্য বানাবেন।"!! 🥰




সম্পর্ককে জটিল করে তুলবেন না, ছোট্টছোট্ট কমপ্লিমেন্টে ভরিয়ে তুলুন। হ্যাঁ, এরকম তুচ্ছাতিতুচ্ছ বিষয়গুলোই পুরুষকে নারীর তীব্রতম প্রেমিক করে তোলে।


পরিশেষে মনে রাখবেন:- স্বামী-স্ত্রী একে অন্যের পরিপূরক.. প্রতিদ্বন্দ্বী নয়! Muhammad Nadim

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post