time
Welcome to Our Website!

এক হজযাত্রী আমেরের জন্য ফ্লাইট ফিরে এলো দুইবার!

 এক হজযাত্রী আমেরের জন্য ফ্লাইট ফিরে এলো দুইবার!

আল্লাহর পবিত্র ঘর তাওয়াফ করার ইচ্ছা দীর্ঘদিন ধরেই লালন করে আসছিলেন লিবিয়ার যুবক আমের মাহদি মনসুর। চলতি বছর হজের জন্য নিবন্ধন করেন তিনি। সব আনুষ্ঠানিকতা শেষ করে, তবে বিমানবন্দরে যাওয়ার পর বিপাকে পড়েন আমের। মিশর হয়ে তার সৌদি আরব যাওয়ার কথা থাকলেও, নিরাপত্তা ইস্যুর কথা জানিয়ে তাকে বিমানে উঠতে দেননি কর্মকর্তারা।


এক পর্যায়ে আমেরকে ছাড়াই টেক অফ করে বিমানটি। যদিও আল্লাহর ওপর থেকে বিশ্বাস আর কাবাঘর তাওয়াফ করার ইচ্ছা তখনও হারাননি আমের। কর্মকর্তাদের জানান, হজের নিয়ত তিনি করেছেন, তাই অবশ্যই মক্কায় যাবেএরপরই ঘটে বিস্ময়কর ঘটনা। যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসে বিমানটি। চেকআপের পর আবারও উড্ডয়নের জন্য প্রস্তুত হয় বিমানটি। তবে এবারও তাতে উঠতে দেয়া হয়নি আমেরকে। তবে আবারও ত্রুটির কারণে বাধ্য হয়ে বিমানটি দ্বিতীয়বারের মতো আবার ফিরে আসে।


এসময় পাইলট নিজেই ঘোষণা দেন, আমেরকে বিমানে না নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন না। এরপরই তাকে নেয়া হয় বিমানে। হজের জন্য যাত্রা করেন আমের।


সৌদি পৌঁছে হজ পালনকারী এই যুবক একটি ভিডিও বার্তায় বলেন, আমার আনন্দ ভাষায় প্রকাশযোগ্য নয়। আল্লাহ তার কুদরত দেখিয়েছেন।ন।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post