time
Welcome to Our Website!

চীনের ৩ হাসপাতাল নিয়ে কেন এত কাড়াকাড়ি?

 চীনের ৩ হাসপাতাল নিয়ে কেন এত কাড়াকাড়ি?

বাংলাদেশে চীনের বিনিয়োগে নির্মাণ হবে ৩টি হাসপাতাল। এই হাসপাতালগুলো নিয়ে রীতিমতো যেনো হুলুস্থুল কারবার। একেবারে কাড়াকাড়ি লেগে গেছে বিভিন্ন জেলার মধ্যে। বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে ১ হাজার শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল উপহারের ঘোষণা দিয়েছে চীন সরকার। এ ছাড়া ৫০০ থেকে ৭০০ শয্যার একটি জেনারেল হাসপাতাল এবং একটি পুনর্বাসন হাসপাতাল নির্মাণে বিনিয়োগেরও ঘোষণা দিয়েছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে কাছে মিত্ররা।







ফ্যাসিস্ট হাসিনা ২৪ এর গণঅভ্যুত্থানে পালিয়ে যাবার পর থেকেই বাংলাদেশের সাথে সম্পর্কের উন্নয়ন হতে শুরু করে চীনের। এদিকে হাসপাতাল ৩ টি নির্মাণের ঘোষণা আসার পর থেকেই দেশের বিভিন্ন জেলায় হাসপাতালের দাবিতে প্রতিদিনই বিভিন্ন স্থানে সভা, সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অব্যাহত রয়েছে। যদিও হাসপাতাল নির্মাণের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়েই রয়েছে।




বিভিন্ন জেলায় এভাবে হাসপাতালগুলো নির্মাণের দাবি উঠলেও সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর গণমাধ্যমকে জানিয়েছেন, ১ হাজার শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতালটি নির্মাণ হবে নীলফামারীর তিস্তা প্রকল্পের কাছে। এই হাসপাতাল নির্মাণের জন্য নীলফামারী মেডিকেল কলেজের কাছাকাছি ১৬ একর জায়গা প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।








এছাড়া চট্টগ্রামের দক্ষিণ কর্ণফুলীতে ৫০০ থেকে ৭০০ শয্যার একটি জেনারেল হাসপাতালের সম্ভাব্যতা সমীক্ষা করা হবে বলেও নিশ্চিত করেন তিনি। আর ঢাকার উপকণ্ঠে ধামরাইয়ে বিভিন্ন আহত-প্রতিবন্ধী রোগীদের পুনর্বাসনের জন্য ১০০ শয্যাবিশিষ্ট একটি রিহ্যাবিলেটেশন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করছে চীন।












এদিকে সম্প্রতি নীলফামারী টেক্সটাইল মিল সংলগ্ন মাঠে চীনের উপহারের ১০০০ শয্যার হাসপাতালটি প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীসহ এলাকাবাসী। এই হাসপাতালটি ঠাকুরগাঁওয়ে নির্মাণের দাবিতে ইতিমধ্যে ‘আমরা ঠাকুরগাঁওবাসী’ সংগঠনের ব্যানারে রাধধানীতে কর্মসূচি পালন করে ঐ জেলার সাধারণ নাগরিকরা। অন্যদিকে পঞ্চগড়েও চীনের এই হাসপাতালটি স্থাপনের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ ছাড়াও ‘আমরা ফেনী’র ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফেনীবাসী। গাইবান্ধায়ও হাসপাতালের দাবিতে সংহতি সমাবেশ করেছে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।








অপরদিকে সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামানসহ বিশিষ্ট জনেরা খুলনা বিভাগে চীনের উপহারের হাসপাতাল ৩ টির একটি স্থাপনের জন্য আবেদন জানিয়েছেন। মূলত হাসপাতালগুলো নিয়ে এভাবে কাড়াকাড়ির

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post