time
Welcome to Our Website!

রাত ১টার মধ্যে ঝড় ও বজ্রপাত হতে পারে যেসব অঞ্চলে

 রাত ১টার মধ্যে ঝড় ও বজ্রপাত হতে পারে যেসব অঞ্চলে

জ্যৈষ্ঠের শুরুতে টানা বৃষ্টিতে কমেছে গরমের তীব্রতা। তবে দেশের কয়েকটি জেলায় এখনও বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। সেই সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রাও বিরাজ করছে ৩৬ ডিগ্রির ঘরে। এই অবস্থায় রাতের মধ্যে দেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। পাশাপাশি ৮ বিভাগের বিভিন্ন জেলায় বজ্রপাতসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, রবিবার (১৮ মে) রাত ১টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

রবিবার রাত ৮টার পর থেকে সোমবার সকাল ৬টার মধ্যে রাজশাহী বিভাগের জয়পুরহাট, নওগাঁ ও বগুড়া জেলার উপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post