জি এম কাদেরের মৃত্যুর গুঞ্জন, জানুন সত্যতা
জি এম কাদেরের মৃত্যুর গুঞ্জন, জানুন সত্যতা
সামাজিক যোগাযোগমাধ্যমে “জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মারা গেছেন” – এই দাবি ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড়। তবে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য।রিউমর স্ক্যানার টিমের তদন্তে দেখা যায়, কোনো নির্ভরযোগ্য সূত্র বা প্রমাণ ছাড়াই আলোচিত এই দাবি ছড়ানো হয়েছে। ফেসবুকে ছড়ানো কিছু পোস্টে ‘news6angla.site’ নামের একটি ওয়েবসাইটকে তথ্যসূত্র হিসেবে উল্লেখ করা হয়। বিশ্লেষণে দেখা যায়, সাইটটি ব্লগস্পট প্ল্যাটফর্মে তৈরি একটি অস্বীকৃত ওয়েবসাইট, যার .site ডোমেইনও সন্দেহজনক। পরবর্তীতে উক্ত ওয়েবসাইট থেকে গুজবভিত্তিক সংবাদটি মুছে ফেলা হয়, ফলে সেখানে কী লেখা ছিল, তা নিশ্চিত হওয়া যায়নিProtibad Bangla
Home»রাজনীতি»জি এম কাদেরের মৃত্যুর গুঞ্জন, জানুন সত্যতা
রাজনীতি
জি এম কাদেরের মৃত্যুর গুঞ্জন, জানুন সত্যতা
RakibBy RakibJune 19, 2025 11:15 AMNo Comments2 Mins Read
সামাজিক যোগাযোগমাধ্যমে “জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মারা গেছেন” – এই দাবি ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড়। তবে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য।
রিউমর স্ক্যানার টিমের তদন্তে দেখা যায়, কোনো নির্ভরযোগ্য সূত্র বা প্রমাণ ছাড়াই আলোচিত এই দাবি ছড়ানো হয়েছে। ফেসবুকে ছড়ানো কিছু পোস্টে ‘news6angla.site’ নামের একটি ওয়েবসাইটকে তথ্যসূত্র হিসেবে উল্লেখ করা হয়। বিশ্লেষণে দেখা যায়, সাইটটি ব্লগস্পট প্ল্যাটফর্মে তৈরি একটি অস্বীকৃত ওয়েবসাইট, যার .site ডোমেইনও সন্দেহজনক। পরবর্তীতে উক্ত ওয়েবসাইট থেকে গুজবভিত্তিক সংবাদটি মুছে ফেলা হয়, ফলে সেখানে কী লেখা ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুনঃ নতুন দলে শিবির ও বামদের প্রভাব?
রিউমর স্ক্যানার আরও জানায়, একজন শীর্ষস্থানীয় রাজনীতিবিদের মৃত্যু হলে সেটি দেশের মূলধারার গণমাধ্যমে স্বাভাবিকভাবেই গুরুত্বের সঙ্গে প্রচার পেত। অথচ এ ধরনের কোনো খবর দেশীয় বা আন্তর্জাতিক গণমাধ্যমে দেখা যায়নি। বরং, জাতীয় দৈনিক প্রথম আলো-তে ১৭ জুন প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, জাতীয় পার্টির আসন্ন দশম কেন্দ্রীয় সম্মেলনকে কেন্দ্র করে দলটির ভেতরে নেতৃত্ব নিয়ে টানাপোড়েন চলছে এবং জি এম কাদের এখনও সক্রিয়ভাবে এর অংশ। প্রতিবেদনে তার বক্তব্যও তুলে ধরা হয়েছে।
আরও পড়ুনঃ যে দলে যোগ দিচ্ছেন শহীদ ওয়াসিমের বাবা
রিউমর স্ক্যানারের অনুসন্ধান আরও জানায়, ফ্রি ডোমেইনের ব্লগসাইট ব্যবহার করে অপতথ্য ছড়ানোর এই পদ্ধতি গত বছরের সেপ্টেম্বর থেকেই ব্যবহার হয়ে আসছে। এসব সাইটের নেপথ্যে কারা রয়েছেন, কাদের টার্গেট করা হচ্ছে, সেই সম্পর্কেও রিউমর স্ক্যানার ইতোমধ্যে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে।
ফলে, জি এম কাদেরের মৃত্যুর গুজবটি নিছক মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য বিভ্রান্তির একটি অংশ মাত্র, যা বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ছড়ানো হয়েছে।।
Comments
Post a Comment