time
Welcome to Our Website!

জাতীয় নির্বাচনে কোন দল কত ভোট পাবে : জানা গেল জরিপে

 জাতীয় নির্বাচনে কোন দল কত ভোট পাবে : জানা গেল জরিপে



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপি ৩৮.৭৬ শতাংশ ভোট পাবে বলে মনে করেন তরুণরা— বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেমের জরিপে এ তথ্য উঠে এসেছে।


সোমবার (৬ জুলাই) প্রকাশিত জরিপে বলা হয়, দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াত। দলটি পাবে ২১.৪৫ শতাংশ ভোট।


এ ছাড়া জরিপে অংশ নেওয়া তরুণরা মনে করেন, অন্যান্য ধর্মীয় দলগুলো পাবে ৪.৫৯ শতাংশ ভোট।


তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাবে ১৫.৮৪ শতাংশ, জাতীয় পার্টি পাবে ৩.৭৭ শতংশ এবং অন্যান্য দল পাবে শূন্য দশমিক ৫৭ শতাংশ ভোট।

সানেমের জরিপে আরো উঠে এসেছে, নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেলে আওয়ামী লীগ পাবে ১৫ দশমিক শূন্য ২ শতাংদেশের সব কটি বিভাগের ওপর চালানো এ জরিপে অংশ নেন ১৫ থেকে ৩৫ বছর বয়সী দুই হাজার মানুষ। প্রথমে ৮ বিভাগ থেকে ২টি করে জেলা বাছাই করা হয়।

জরিপে অংশগ্রহণকারীদের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে ৪০ শতাংশ, এসএসসি বা এর ওপরে ৬০ শতাংশ। এর মধ্যে শহরের ছিল ৫০ শতাংশ এবং গ্রামের ৫০ শতাংশ।

আপনার মতামত লিখুনঃশ ভোট।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post