time
Welcome to Our Website!

অভিনেত্রী মানেই পোশাক খুলে দাঁড়িয়ে পড়বে?

অভিনেত্রী মানেই পোশাক খুলে দাঁড়িয়ে পড়বে? 


ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্য সম্প্রতি পোশাক ও ব্যক্তিগত পছন্দ নিয়ে দেওয়া এক মন্তব্যকে ঘিরে টলিউডে তুমুল আলোচনা শুরু হয়েছে। ছোট পর্দায় দাপটের সঙ্গে কাজ করা ৩২ বছর বয়সী এই অভিনেত্রী চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

এক সাক্ষাৎকারে শ্বেতা বলেন, ‘আমি স্লিভলেস পরতে পারি না, শর্ট ড্রেস পরতে পারি না। ম্যাক্সিমাম হাঁটু পর্যন্ত কোনো পোশাক পরি। আমাকে যদি শরীর দেখিয়ে কাজ করতে হয় তাহলে কাজটা করব না। আমি এখানে ট্যালেন্ট বেচতে এসেছি, শরীর না।’

আরও পড়ুনঃ শহীদ আবু সাঈদ একুশ শতাব্দীর প্রথম ‘বীরশ্রেষ্ঠ’: ফজলুর রহমান
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ সমর্থন করছেন, আবার কেউ সরাসরি সমালোচনায় মুখর হয়েছেন। টলিউডের একাধিক অভিনেত্রীও নাম না করেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন।বিষয়ে ভারতীয় একটি গণমাধ্যম টলিউডের কয়েকজন শিল্পীর মতামত জানতে চাইলে অভিনেত্রী মানসী সেনগুপ্ত বলেন, ‘ছোট পোশাক না পরতে চাওয়া বা হাতাকাটা পোশাকে আপত্তি থাকা নির্ভর করে সংশ্লিষ্ট মানুষটির ওপর। তাই এখানে কেউ কোনো মন্তব্য করতে পারেন না।’


আরও পড়ুনঃ যে শর্তে ফেব্রুয়ারিতে নির্বাচনে প্রস্তুত এনসিপি

অভিনেত্রী ঋতুপর্ণা সেন-ও একমত মানসীর সঙ্গে। তিনি বলেন, ‘আমি কেমন পোশাক পরি, তা সবার জানা। অভিনেত্রী মানেই কি পোশাক খুলে দাঁড়িয়ে পড়বে? তার নিজের ইচ্ছা-অনিচ্ছা থাকবে না? যে যেমন পোশাকে স্বাচ্ছন্দ্য, তার তেমনটাই পরা উচিত।’


অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিও জানান, পোশাক বেছে নেওয়া সম্পূর্ণ শিল্পীর ব্যক্তিগত স্বাধীনতা। ‘দর্শক কোনোভাবেই ঠিক করে দিতে পারেন না, শিল্পীরা কেমন পোশাক পরবেন। আমি যেমন শাড়ি পরি, তেমনই খোলামেলা পোশাক পরতেও আমার অসুবিধা হয় না। কিন্তু কেউ যদি স্বাচ্ছন্দ্যবোধ না করেন, তবে কেন তিনি এমন পোশাক পরবেন? এই স্বাধীনতা সবার থাকা উচিত।’

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post