time
Welcome to Our Website!

ক্যানসারের টিকা আনল রাশিয়া, ট্রায়ালে শতভাগ সাফল্য

 ক্যানসারের টিকা আনল রাশিয়া, ট্রায়ালে শতভাগ সাফল্য

ক্যানসারের চিকিৎসায় এন্টারোমিক্স নামের নতুন টিকা তৈরি করেছেন রাশিয়ার গবেষকরা। মেডিকেল ট্রায়ালে টিকাটি শতভাগ সাফল্য দেখিয়েছে বলেও জানানো হয়েছে। চূড়ান্ত অনুমোদন পেলেই চলতি মাসেই বাজারে আসবে এন্টারোমিক্স। রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

তাস বলছে, এটিই প্রথম ক্যানসারের কোনো টিকা, যা তৈরি করা হয়েছে এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে।

ক্যানসার একটি শব্দ, যা শোনার পর মুহূর্তেই বদলে যায় জীবনের চালচিত্র। দীর্ঘদিন ধরে অনিরাময়যোগ্য রোগ হিসেবে ধরা হয় এই ক্যানসারকে। তবে উন্নত চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে এই রোগের ভীতি অনেকটাই কমেছে মানুষের মন থেকে। এখন ক্যানসার মানেই নিশ্চিত মৃত্যু নয়, বরং এটি হয়ে উঠছে নিয়ন্ত্রণযোগ্য।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post