জামায়াত কর্মীর বিএনপিতে যোগদানের বিষয়টি নিয়ে, বেরিয়ে এলো চাঞ্চল্
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের নয়জনকে জামায়াতে ইসলামীর কর্মী পরিচয় দিয়ে বিএনপিতে যোগদানের যে খবর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা উপজেলা শাখা।সোমবার (২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উপজেলা জামায়াত আমীর অধ্যাপক ফারুক হাসান ও সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জামায়াত কর্মী’ পরিচয়ে বিএনপিতে যোগদানের খবরটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। এর মাধ্যমে জামায়াতের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে।
Post a Comment