time
Welcome to Our Website!

আসছে বিরল সূর্যগ্রহণ, ৬ মিনিট অন্ধকারে থাকবে পৃথিবী

 আসছে বিরল সূর্যগ্রহণ, ৬ মিনিট অন্ধকারে থাকবে পৃথিবী

এক বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। এ ঘটনাকে শতাব্দির সেরা বিরল ঘটনার সঙ্গে তুলনা করা হচ্ছে। ইউরোপ, দক্ষিণ আফ্রিকা ও মধ্যপ্রাচের বেশ কিছু অংশ থেকে এটি খালি চোখে দেখা যাবে। ওই সময়ে সূর্যগ্রহণের ফলে ২০২৭ সালের ২ আগস্ট পৃথিবীর একাংশ প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড পর্যন্ত অন্ধকারে থাকবে। খবর দ্য ইন্ডিয়ার এক্সপ্রেস

এই সূর্যগ্রহণ গত এক দশকের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় স্থায়িত্ব হবে। ২০২৭ সালের ২ আগস্ট হতে যাওয়া ওই সূর্যগ্রহণের স্থায়িত্ব হবে ১৯৯১ সাল থেকে ২১১৪ সালের মধ্যে হওয়া সবচেয়ে লম্বা সময়ের সূর্যগ্রহণ। একটি পূর্ণ সূর্যগ্রহণের স্থায়িত্ব কাল থাকে তিন মিনিটেরও কম সময়। সেখানে এই সূর্যগ্রহণের স্থায়িত্বকাল হবে ৬ মিনিটের বেশি।


জ্যোতিবিজ্ঞানীরা বলেছেন, বিরল এই দীর্ঘ সময়ের পূর্ণ সূর্যগ্রহণের পেছনে একাধিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের ২ আগস্ট পৃথিবী থাকবে অ্যাফিলিয়ন অবস্থানে— অর্থাৎ সূর্য থেকে এর কক্ষপথের সর্বোচ্চ দূরত্বে। এর ফলে সূর্য আকাশে তুলনামূলকভাবে কিছুটা ছোট দেখাবে।

এ সময়ে চাঁদ থাকবে পেরিজ অবস্থানে— অর্থাৎ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি স্থানে। ফলে চাঁদ তুলনামূলকভাবে বড় দেখাবে।

এই দুটি ঘটনাই একসঙ্গে ঘটার ফলে, চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলতে পারে এবং ছয় মিনিট পর্যন্ত এর স্থায়িত্ব হবে। সূর্য তুলনামূলকভাবে ছোট ও চাঁদ তুলনামূলকভাবে বড় হওয়ায় গ্রহণের সময় দীর্ঘ হবে।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post