time
Welcome to Our Website!

সেই ঢামেকে একসঙ্গে ৬ সন্তানের জন্ম নেওয়া: একে একে ৪ জনের মৃত্যু

 সেই ঢামেকে একসঙ্গে ৬ সন্তানের জন্ম নেওয়া: একে একে ৪ জনের মৃত্যু

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জন্ম নেয়া যমজ ছয় নবজাতকের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ঢামেক হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) মৃত্যু হয় দুই নবজাতকের। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে রাজধানীর কাঁটাবনের একটি বেসরকারি হাসপাতালে (এনআইসিইউ) চিকিৎসাধীন এক কন্যাশিশুর মৃত্যু হয়। একইদিন সন্ধ্যা ৬টার দিকে ঢামেকে চিকিৎসাধীন আরেক নবজাতকের মৃত্যু হয়।

এর আগে, রোববার সকালে ঢামেক হাসপাতালের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে স্বাভাবিক প্রসবের মাধ্যমে নোয়াখালীর সেনবাগ উপজেলার মোকসেদা আক্তার প্রিয়া (২৩) তিন ছেলে ও তিন মেয়ে সন্তানের জন্ম দেন।


তবে চিকিৎসকরা জানিয়েছেন, মাত্র ২৭ সপ্তাহে প্রসব হওয়ায় এবং নবজাতকদের ওজন স্বাভাবিকের তুলনায় অনেক কম হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post