time
Welcome to Our Website!

গুলিতে ১ জন নিহত, ১৭ সেনাকে জিম্মি করল বিক্ষোভকারীরা

 গুলিতে ১ জন নিহত, ১৭ সেনাকে জিম্মি করল বিক্ষোভকারীরা

ইকুয়েডরের উত্তরাঞ্চলে জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে রবিবার এক বিক্ষোভকারী নিহত হয়েছে এবং ১৭ জন সেনাকে জিম্মি করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংঘর্ষের উভয় পক্ষ।

ডানপন্থী প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার জ্বালানি ভর্তুকি প্রত্যাহারের সিদ্ধান্তের বিরুদ্ধে দেশটির সবচেয়ে বড় আদিবাসী অধিকার সংগঠন কোনায়ে অনির্দিষ্টকালের জাতীয় ধর্মঘটের ডাক দেয়। ভর্তুকি কাটছাঁটের ফলে ডিজেলের দাম গ্যালনপ্রতি ১.৮০ ডলার থেকে বেড়ে ২.৮০ ডলার হয়েছে।

কোনায়ে জানায়, আদিবাসী সম্প্রদায়ের সদস্য ৪৬ বছর বয়সী এফ্রেইন ফুয়েরেজকে ‘তিনবার গুলি করা হয়’ এবং তিনি কোটাকাচির একটি হাসপাতালে মারা যান।

কোটাকাচি রাজধানী কুইটো থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
এ অভিযোগে পুলিশ ও সেনাবাহিনী এখনো কোনো মন্তব্য করেনি।

এক্সে কোনায়ের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কয়েকজন সেনা মাটিতে পড়ে থাকা দুই ব্যক্তিকে লাথি মারছে—এদের একজন আহত বলে মনে হচ্ছিল এবং অন্যজন তাকে সাহায্য করার চেষ্টা করছিল।

কোনায়ে বলেছে, ‘আমরা এ জন্য ড্যানিয়েল নোবোয়ারকে দায়ী করছি এবং এফ্রেইন ও তার সম্প্রদায়ের জন্য অবিলম্বে তদন্ত ও ন্যায়বিচার দাবি করছি।

এর কিছুক্ষণ পর একই শহরে ইকুয়েডরের সেনারা জানায়, বিক্ষোভকারীরা ১২ জন সেনাকে আহত করেছে এবং আরো ১৭ জনকে জিম্মি করেছে।

সামরিক বাহিনীর দাবি, সেনারা একটি খাদ্যবাহী কনভয়ের নিরাপত্তায় নিয়োজিত ছিল, তখনই তারা ‘কোটাকাচিতে অনুপ্রবেশকারী সন্ত্রাসী গোষ্ঠীর হাতে সহিংসভাবে হামলার শিকার হয়।’

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post