time
Welcome to Our Website!

ছেলেদের যে নামটি টানা দুই বছর ধরে জনপ্রিয়তায় শীর্ষে!

 ছেলেদের যে নামটি টানা দুই বছর ধরে জনপ্রিয়তায় শীর্ষে!

ইংল্যান্ড ও ওয়েলসে নবজাতকদের সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় টানা দ্বিতীয়বারের মতো শীর্ষে জায়গা করে নিয়েছে মুসলিমদের নাম ‘মুহাম্মদ’। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তর (ONS) প্রকাশিত ২০২৪ সালের তথ্য অনুযায়ী, মোট ৫ হাজার ৭২১ নবজাতকের নাম রাখা হয়েছে ‘মুহাম্মদ’। দেশের নয়টি অঞ্চলের মধ্যে পাঁচটিতে এটি শীর্ষস্থানে রয়েছে। তবে ওয়েলসে নামটির অবস্থান অনেক নিচে, ৫৭তম।

ছেলেদের নামের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আগের বছরের মতোই রয়েছে ‘নুহ’ ও ‘অলিভার’। পাশাপাশি প্রথমবারের মতো শীর্ষ ১০০ তালিকায় এসেছে ‘ইয়াহিয়া’ ও ‘আথেনা’।


তবে শুধু ‘মুহাম্মদ’ নয়, বানানের ভিন্নতায়ও নামটির জনপ্রিয়তা চোখে পড়েছে। উদাহরণস্বরূপ, ‘মোহাম্মদ’ নামে রাখা হয়েছে ১,৭৬০ শিশুর নাম, যা তালিকায় ২১তম; আর ‘মোহাম্মাদ’ নামে রাখা হয়েছে ৯৮৬ শিশুর নাম, যার অবস্থান ৫৩তম।

অন্যদিকে মেয়েদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে টানা তৃতীয় বছর শীর্ষে রয়েছে ‘অলিভিয়া’। এর পরেই রয়েছে ‘অমেলিয়া’ এবং এ বছর তৃতীয় স্থানে উঠেছে ‘লিলি’, যেটি গতবারের তৃতীয় স্থান অধিকারী ‘আইলা’-কে সরিয়ে দিয়েছে।

মেয়েদের শীর্ষ ১০০ তালিকায় নতুনভাবে যোগ হয়েছে এলোইজ, নোরা, মাইলা, রোজা, আথেনা, সারা ও জো। ছেলেদের নতুন এন্ট্রির মধ্যে আছে অস্টিন, নাথান, ভিনি ও ইয়াহিয়া।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post