time
Welcome to Our Website!

টানা দুইদিন ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

 টানা দুইদিন ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বৈদ্যুতিক লাইনের নিকটবর্তী গাছের ডালপালা কাটার জন্য আগামী বৃহস্পতি ও শুক্রবার (১৩ ও ১৪ নভেম্বর) নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।


গতকাল সোমবার (১০ নভেম্বর) নওগাঁর নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকোর) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ থেকে বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তিতে এ বার্তা দেওয়া হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্রয় ও বিতরণ বিভাগ-২, নেসকো, নওগাঁ দপ্তরের সকল গ্রাহকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বৈদ্যুতিক লাইনের নিকটবর্তী গাছের ডালপালা কর্তনের জন্য আগামী ১৩ নভেম্বর ও ১৪ নভেম্বর বৃহস্পতিবার ও শুক্রবার নিম্নোক্ত ফিডারের আওতাধীন এলাকা সমূহে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


আরওবৃহস্পতিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না—পাটালীর মোড়, আনন্দনগর, সৃধ্যাপাড়া, চামড়া গুদাম, খাস নওগাঁ, ইদূর বটতলী, খাগড়া, ফয়েজ উদ্দীন কলেজ।


শুক্রবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না—চকরামচন্দ্র, জেলা পরিষধ পার্ক, বিসিক শিল্প নগরী, মশরপুর, ডাক্তারের মোড় এলাকা, বালুডাঙ্গা বাসস্ট্যান্ড, ডিসি অফিস, আদালত ভবন, এসপি অফিস, জেলখানা, বরুনকান্দি মোড় এলাকা। পড়ুন

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post