time
Welcome to Our Website!

আয়নাঘর নিয়ে আজহারির স্ট্যাটাস

 আয়নাঘর নিয়ে আজহারির স্ট্যাটাস

সাবেক সরকার পতনের পর আলোচনায় আসে আয়নাঘর। দীর্ঘদিন ধরে অত্যাচার নিপীড়নের প্রতীক হয়ে দাঁড়ায় এ আয়নাঘর। এবার এ আয়নাঘর নিয়ে কথা বললেন তরুণ আলেম ও জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি।


বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ মন্তব্য করেন তিনি।


পোস্টে আজহারী বলেন, ‘আঁধারের আয়নাঘর আস্তাকুঁড় নিপাত যাক। চির অবসান হোক বীভৎস সব জুলুমের। নিশ্চিত হোক মানবিক বাংলাদেএ ছাড়াও তিনি ফেসবুক পোস্টের কমেন্টে লিখেছেন, সুনান আত তিরমিজির ৬১৪ নম্বর হাদিসে বর্ণিত আছে রাসুল ﷺ বলেন— হে কা’ব ইবনু উজরা! আমার পরে যেসব নেতার উদয় হবে আমি তাদের অনিষ্টতা থেকে তোমার জন্য আল্লাহ তা’আলার নিকট আশ্রয় প্রার্থনা করি। যে ব্যক্তি তাদের সান্নিধ্য লাভ করল তাদের মিথ্যাকে সত্য বলল এবং তাদের স্বৈরাচার ও জুলুম-নির্যাতনের সহায়তা করল, আমার সাথে এ ব্যক্তির কোনো সম্পর্ক নেই এবং এ ব্যক্তির সঙ্গে আমারও কোনো সংস্রব নেই। এ ব্যক্তি কাওসার নামক হাউজের ধারে আমার কাছে আসতে পারবে না।


আরও পড়ুনঃ নেতাকর্মীদের না জানিয়ে শেখ হাসিনার ভারত পালিয়ে যাওয়া বিশ্বাসঘাতকতা: আওয়ামী নেতা

অপরদিকে যে ব্যক্তি তাদের দ্বারস্থ হলো কিন্তু তাদের মিথ্যাকে সত্য বলে মানল না এবং তাদের স্বৈরাচার ও জুলুম-নির্যাতনের সহায়তা করল না, আমার সঙ্গে এ ব্যক্তির সম্পর্ক রয়েছে এবং এ ব্যক্তির সঙ্গে আমারও সম্পর্ক রয়েছে।


অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বুধবার জানিয়েছেন সারা দেশে আট শতাধিক আয়নাঘর ছিল। এগুলো তদন্ত চলছে। এদিন বিদেশি গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেন ড. ইউনূস।


আপনার মতামত লিখুনঃশ।’

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post