তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প
তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয়’ বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তবে তার নেতৃত্ব এটি ঘটতে বাধা দেবে বলেও দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প।ট্রাম্প বলেন,
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন যদি ক্ষমতায় থেকে যেত, বিশ্ব তাহলে যুদ্ধে জর্জরিত হতো।বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মিয়ামিতে এক সম্মেলনে বক্তৃতা দেয়ার সময় এসব কথা বলেন মার্কিন
প্রেসিডেন্ট। খবর এনডিটিভি’র।এছাড়া যুক্তরাষ্ট্র এসব যুদ্ধে অংশ নেবে না, বরং সেগুলো বন্ধ করবে বলেও জানান ট্রাম্প।মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এই মূর্খ, অন্তহীন যুদ্ধ থেকে মানুষকে থামাতে যাচ্ছি। আমরা
নিজেরা এতে অংশ নেব না। তবে আমরা যে কারও চেয়ে আরও শক্তিশালী হব। এবং যদি কখনও যুদ্ধ শুরু হয়, এমন কেউ নেই যে আমাদের কাছাকাছি আসতে পারবে। কিন্তু আমরা মনে করি না যে এটি কখনও ঘটবে।’

Post a Comment