কোচের ঘাড় চেপে ধরার শাস্তি পেলেন মেসি
ঘটনাটা গত শনিবারের। মেজর লিগ সকারে (এমএলএস) নিজেদের প্রথম ম্যাচটা খেলতে নেমেছিল লিওনেল মেসির ইন্টার মায়ামি। নিউ ইয়র্ক সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র সেই ম্যাচের শেষে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ নিউ ইয়র্ক সিটির সহকারী কোচ মেহদি বেল্লাউচির ঘাড় চেপে ধরেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।সেই অপরাধের জন্য আজ মেসিকে জরিমানা করেছে মেজর লিগ সকার কর্তৃপক্ষ। ঠিক কত টাকা জরিমানা করা হয়েছে, সেটা অবশ্য জানায়নি তারাতবে একই দিনে ম্যাচের বিরতির সময়ে প্রতিপক্ষ খেলোয়াড় বার্ক রিসার গলা চেপে ধরায় জরিমানা করা হয়েছে ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেসকেওম্যাচে সেদিন মেসি কোনো গোল পাননি, তবে ইন্টার মায়ামির দুটি গোলই গড়ে দিয়েছেন। এর মধ্যে দ্বিতীয়টি তো একেবারে ম্যাচের ৯০ মিনিটের পর যোগ করা সময়ে। তবে সেদিন অবশ্য রেফারিং নিয়েও উষ্মা থাকার কথা ইন্টার মায়ামির, ম্যাচের ২৩ মিনিটেই লাল কার্ড দেখানো হয় ইন্টার মায়ামির প্রথম গোলটি করা ডিফেন্ডার তমাস আভিলেসকে। যে সিদ্ধান্ত নিয়ে বিতর্ক আছে।।
00:01
Post a Comment