time
Welcome to Our Website!

গ্যাসের মূল্য সমন্বয়ের কারণ জানালেন প্রেস সচিব

 গ্যাসের মূল্য সমন্বয়ের কারণ জানালেন প্রেস সচিব

সবার জন্য জ্বালানি নিশ্চিত করতেই গ্যাসের মূল্য সমন্বয় করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার রাজধানীর এনইসি ভবনে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরামের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 


এ সময় প্রেস সচিব আশা প্রকাশ করেন, সরকারের বিভিন্ন পদক্ষেপে জুন নাগাদ মূল্যস্ফীতি ৭ শতাংশে নেমে আসবে। দেশজুড়ে মডেল মসজিদ তৈরিতে ব্যাপক লুটপাট হয়েছে বলেও জানান তিনিরাজধানীর এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরামের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দেশের অর্থনীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। 



প্রেস সচিব জানান, আওয়ামী লীগ সরকার বিদ্যুৎখাতে ডাকাতি করেছিল, যার কুফল এখন বহন করতে হচ্ছে। শেখ হাসিনা দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় ফেলে গেছে। 


জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা জানিয়ে প্রেস সচিব জানান, বিদ্যুৎ খাতে টেকসই সমাধানে কাজ চলছে। গ্যাসের নতুন কূপ খনন ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে জোর দিচ্ছে সরকার।


শফিকুল আলম বলেন, ‘গ্লোবালি ইউক্রেন যুদ্ধসহ এসব কারণে এলএনজির প্রাইজ যেটা, সেটা তো অনেক হাই ছিল। সরকার কত সাবসিডি দেবে? সেই জায়গায় সরকার দামটা সমন্বয় করতে চাচ্ছে। আমরা চাই যে সবাই যেন জ্বালানি ঠিকমতো পায়।’


প্রেস সচিব জানান, কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠানকে ব্যাংকিং সুবিধা দিয়ে দেশ থেকে টাকা পাচার হয়েছে। ব্যাংক খাতে সুশাসন নিশ্চিতে কাজ করছে সরকার। আসন্ন রমজানে ভোগ্যপণ্যের মজুদ পর্যাপ্ত, তাই বাজার নিয়ন্ত্রণে থাকবে বলেও জানান তিনি। 


শফিকুল আলম বলেন, ‘এই সরকার তো চেষ্টা করছে। আরেকটা কথা হচ্ছে, মূল্যস্ফীতিকে মোকাবিলা করতে হলে আপনাকে সুদের হার বৃদ্ধি করতে হচ্ছেই। পুরো পৃথিবীতেই এটা একটা স্বীকৃত নিয়ম। এতে সাময়িকভাবে সুদের হার বেড়ে গেছে। কিন্তু যখনই মূল্যস্ফীতি কমা শুরু হবে তখন আবার দেখবেন যে সুদহার কমছে।’


বৈদেশিক বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানোর কথা জানয়ে প্রেস সচিব জানান, এজন্য বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে কথা হচ্ছে।।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post