time
Welcome to Our Website!

আগামী নির্বাচনে বড় ফ্যাক্টর নতুন ভোটার, তাদের সংখ্যা জানাল ইসি

 আগামী নির্বাচনে বড় ফ্যাক্টর নতুন ভোটার, তাদের সংখ্যা জানাল ইসি

অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে বড় ফ্যাক্টর হতে পারে নতুন ভোটার। এবার সেই নতুন ভোটারের সংখ্যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।


রোববার (২ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।


এবারের প্রতিপাদ্য ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’। ভোটার দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেছে ইসি। এছাড়া মাঠ পর্যায়ের অফিসগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে।


আরও পড়ুনঃ সেন্টমার্টিন ভ্রমণে নতুন সিদ্ধান্ত

ইসির ভোটার তালিকায় দেখে গেছে, ২০২৪ সালে তালিকায় যুক্ত হওয়া ভোটার নতুন ভোটারের সংখ্যা ১৮ লাখ ৩৩ হাজার ৫২ জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা বেশি। নতুন ভোটারের মধ্যে ১১ লাখ ৮৫ হাজার ৫১৬ জন ভোটার পুরুষ। নারী ভোটারের সংখ্যা ৬ লাখ ৪৭ হাজার ৭৭৪ জন। আর হিজড়া ভোটারের সংখ্যা ৬২।


এছাড়া প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন। অন্যদিকে নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন। আর হিজড়া ভোটারের সংখ্যা ৯৩২ জন।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post