‘আবার কি যু*দ্ধ
শুরু হয়ে গেল?)
অনলাইন ডেস্ক

গাজায় যুদ্ধবিরতির পর ফের ইসরায়েলি বাহিনীর ২০টিরও বেশি বিমান হামলায় ভয় ও আতঙ্কে ভুগছেন স্থানীয়রা। গাজা শহরের রাস্তায় নারীরা, শিশুরা সাংবাদিকদের জিজ্ঞেস করছেন, ‘আবার কি যুদ্ধ শুরু হয়ে গেল?’
একজন বলেন, ‘ইসরায়েল তাদের বন্দিদের ফেরত পেয়েছে, এখন তারা আবার আমাদের মারতে শুরু করেছে।’
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এমন হতাশা ও আতঙ্কে ভরা প্রতিক্রিয়া মিলছে সবখানে।
এতে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতির পর অনেকেই গাজা শহরে ফিরেছিলেন, কিন্তু এখন তারা চেপে ধরেছেন একটি ছোট এলাকায়। উপর থেকে ড্রোনের গুঁজন শোনা যাচ্ছে, আর চারদিকে মৃত্যুভয়।
Post a Comment