১০ বছরের মধ্যে স্বর্ণের দামে সবচেয়ে বড় পতন

বিশ্ববাজারে মঙ্গলবার (২১ অক্টোবর) স্বর্ণে দামে বড় ধরনের পতন ঘটেছে। যদিও একদিন আগে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল মূল্যবান এই ধাতুটির মূল্য। এদিন ৫ শতাংশেরও বেশি কমে গেছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মঙ্গলবার বেচাকেনায় সোনার দাম ৫.৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ১২৭ ডলারে নেমে আসে। যা বিগত এক দশকের মধ্যে একদিনে সবচেয়ে বড় পতন। এর আগের দিন সোমবার ধাতুটির দাম ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১.৫২ ডলার ছুঁয়েছিল।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রেকর্ড দামের পর বিনিয়োগকারীদের লাভ তুলে নেওয়ার প্রবণতা এই পতনের প্রধান কারণ।
এর আগে বাংলাদেশের বাজারে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায়।
সোমবার (২০ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.
Post a Comment