দেশেব্যাপী শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান

সারা দেশে অচিরেই সাঁড়াশি অভিযান শুরু হচ্ছে । অস্ত্রধারী সন্ত্রাসী , চিহ্নিত চাঁদাবাজ , দখলদার , দুর্নীতিবাজ এবং জুলাই গণ – অভ্যুত্থানের পর নতুন গজিয়ে ওঠা সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে এই অভিযান চালাবে অন্তর্বর্তী সরকার । এ বিষয়ে নীতিগত সিদ্ধান্তের পর অভিযান পরিচালনার ছক তৈরির কাজ চলছে । অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে ।
সূত্র বলেছে, আগামী মাসে ( ডিসেম্বর ) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এই অভিযান শুরু হবে । বিশেষ এই অভিযানকে সামনে রেখে স্থানীয় পর্যায়ের চিহ্নিত সন্ত্রাসী , চাঁদাবাজ , দখলদার ও দুর্নীতিবাজদের তালিকা চূড়ান্ত করা হয়েছে ।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.
Post a Comment