time
Welcome to Our Website!

রিয়া মণিকে গলা কেটে হত্যা

 

রিয়া মণিকে গলা কেটে হত্যা


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্বামী আদিলকে (২৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকার র‌্যাংগস ফ্যাক্টরির আবাসিক কোয়ার্টার থেকে রিয়ার মরদেহ উদ্ধার করা হয়।



স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রিয়া মণি (২২) জামালপুর সদরের চুনুটিয়া গ্রামের হালিম মণ্ডলের মেয়ে। আর স্বামী আদিল র‌্যাংগস ফ্যাক্টরিতে বাবুর্চি হিসেবে কর্মরত। তিনি স্ত্রীকে নিয়ে কোম্পানির আবাসিক কোয়ার্টারেই বসবাস করছিখবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে এবং স্বামী আদিলকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে পুরো ঘটনা তদন্তের পর পরিষ্কার হবে বলে জানানো হয়েছে।


নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মো. ইমরান আহম্মেদ বলেন, ‘আমরা নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’লেন

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post